কাতারে টিকাপ্রাপ্তদের জন্য কোয়ারেন্টাইন মওকুফের মেয়াদ বৃদ্ধি

কাতারে যারা করোনার টিকা পেয়েছেন, তাদের বেলায় কাতারের বাইরে থেকে ফিরে আসার পর বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। তবে এতোদিন এই সুযোগের মেয়াদ ছয় মাস থাকলেও এখন তা বাড়ানো হচ্ছে।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের পর থেকে কাতারে করোনার টিকাপ্রাপ্তরা অন্য দেশে যাওয়ার পর যদি ৯ মাসের ভেতর আবারও কাতারে আসেন, তবে সেক্ষেত্রে তাদেরকে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না।

তবে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এই ৯ মাসের সময়সীমা ধরা হবে দ্বিতীয় ডোজ পাওয়ার ১৪ দিন পর থেকে।

ফলে কেউ যদি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর ১৪ দিন অতিক্রম হওয়ার আগে কাতার থেকে অন্য কোনো দেশে যান এবং ফিরে আসেন, তবে সেক্ষেত্রে তাকে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Loading...
,