কাতারে ডেলিভারি চালকদের জন্য ট্রাফিক পুলিশের নির্দেশনা
কাতারে ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ট্রাফিক পুলিশের সচেতনতা বিভাগ। অনুষ্ঠানে সড়কের সব নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য চালকদের প্রতি আহবান জানানো হয়।
এছাড়া কাতারের ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন বিষয় চালকদের সামনে তুলে ধরা হয়। গাড়ি বা মোটর সাইকেল চালানোর সময় মোবাইল চালালে কী ধরণের বিপদ ঘটতে পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন করেন ট্রাফিক কর্মকর্তারা।
কাতারে বর্তমানে বিপুলসংখ্যক বিদেশি কর্মী খাবার ও অন্যান্য পণ্য ডেলিভারিতে কর্মরত। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের ভূমিকা সবচেয়ে বেশি, সেটি সবাইকে মনে রাখার আহবান জানান ট্রাফিক কর্মকর্তারা।