কাতারে ড্রাইভিং ট্রেনিং স্কুলগুলোতে চাপ কমছে
করোনাভাইরাসের ছোবল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিভিন্ন দেশ।
ফলে দেশে দেশে আরোপ করা করোনাভাইরাসের বিভিন্ন বিধিনিষেধ শিথিল হচ্ছে ধাপে ধাপে।
বিশ্বের সাথে তাল মিলিয়ে করোনার নিষেধাজ্ঞাগুলো উঠিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারও। এর প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন খাতে।
ইতোমধ্যে কাতারের ড্রাইভিং স্কুলগুলোর ধারণ ক্ষমতা ৫০ শতাংশে বাড়ানো হয়েছে। এর ফলে কাতারে লাইসেন্স প্রত্যাশীদের চাহিদা পূরণ হবে।
বিশেষকরে হালকা যানবাহনের ড্রাইভিং স্কুলগুলো এখন ধীরে ধীরে চাপ মুক্ত হবে।
সম্প্রতি তৃতীয় ধাপে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা আরও শিথিল করার পর ড্রাইভিং স্কুলগুলোর ক্ষমতা ৫০ শতাংশে বাড়ানোর ফলে এখন অনেক বেশি সংখ্যক প্রশিক্ষণার্থী গাড়ি চালানোর প্রশিক্ষণ পাবেন।
এর আগের ধাপে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর ড্রাইভিং স্কুলগুলো ৩০ শতাংশ পরিচালনা করার অনুমতি দেওয়া হয়।
গত শুক্রবার কার্যকর হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ড্রাইভিং স্কুলগুলোর সব কর্মীদেরকে অবশ্যই টিকা নেওয়া হতে হবে।
গালফ ড্রাইভিং স্কুলের নির্বাহী ব্যবস্থাপক মোহাম্মদ আল জাইন ইব্রাহিম বলেন, করোনার আগে আমাদের প্রচুর শিক্ষার্থী ছিলো।
করোনভাইরাসের কারণে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছি। বর্তমানে ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে।
দু’দিন আগে তৃতীয় ধাপে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে সহায়তা করবে। ফলে আগের চেয়ে বেশি সংখ্যায় আমরা প্রশিক্ষণ দিতে পারবো।
