কাতারে একটি রাস্তায় একজন তালাবাত কর্মীর মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।
কাতারি নাগরিক ও বিদেশি অভিবাসীরা এই ভিডিও শেয়ার করে তালাবাত কর্মীর বিচার দাবি করছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তালাবাত কর্মী একজনকে কিল ঘুষি ও লাথি মারছেন। তবে কেন এই মারামারি, তা সংক্ষিপ্ত ভিডিওতে বুঝা যায়নি।
কাতারে সম্প্রতি এমন আরও দুটি ভিডিও ভাইরাল হয়েছিল যেগুলোতে অন্যরা তালাবাত কর্মীকে মারছেন, এমন ভিডিও ছিল। তবে তালাবাত কর্মীর হাতে মারধরের শিকার হচ্ছেন কেউ, এমন ভিডিও এটিই প্রথম।