কাতারে দণ্ডিত ৮ জনের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় সাবেক আট নৌ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন দোহায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত বৃহস্পতিবার বলেছেন, কারাগারে থাকা সাবেক নৌ কর্মকর্তাদের সঙ্গে গত রবিবার দেখা করেছেন তাঁরা।

কাতারের একটি আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ভারতের করা আপিলের দুটি শুনানি এরই মধ্যে হয়েছে। তৃতীয় শুনানি খুব শিগগির অনুষ্ঠিত হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আরো বলেন, আদালতের আদেশ গোপন রাখা হয়েছিল এবং শুধু আইনি কর্মকর্তাদের এসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ফাঁসির রায় হওয়া নৌসেনারা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, বীরেন্দ্র কুমার ভার্মা, সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, পূর্ণেন্দু তিওয়ারি, সুগুনাকার পাকালা, সঞ্জীব গুপ্তা ও নাবিক রাগেশ।

ফিন্যানশিয়াল টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ওই ভারতীয়দের বিরুদ্ধে ‘ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির’ অভিযোগ আনা হয়েছে।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

গত অক্টোবরে কাতারের আদালত ভারতীয় নৌবাহিনীর এই কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

দেশটিতে একটি বেসরকারি কম্পানিতে কর্মরত ছিলেন তাঁরা। গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠার পর ২০২২ সালের আগস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র : বিবিসি

কাতার এয়ারওয়েজে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন

আরও জানতে

কালের কণ্ঠ

Loading...
,