কাতারে দ্বিতীয় টেস্টেও নেগেটিভ বাংলাদেশি ফুটবলাররা

কাতার বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ এর খেলা উপলক্ষে কাতারে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২য় করোনা টেস্টেও সবার ফলাফল নেগেটিভ এসেছে।  এই খবরে এখন স্বস্তি বিরাজ করছে সবার মধ্যে।

সোমবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ভাগে বিভক্ত হয়ে কাতার সময় সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত টিম হোটেলে জিম ও সুইমিং সেশন সম্পন্ন করে।

 টিম ম্যানেজার জানান, আজ ফুটবলাররা সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। বিকালের মাঠে কোনো প্র্যাকটিস নেই। 

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আরেক ফুটবলার মোহাম্মদ ইব্রাহীম ঢাকা থেকৈ কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।  আগামীকাল তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দেবেন।  

আগামীকাল মঙ্গলবার কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতার সময় বিকাল ৪.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টাপর্যন্ত প্র্যাকটিস করবে।

Loading...
,