কাতারে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা

কাতারে প্রতি বছর বাড়ছে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা। চলতি বছর  জুলাই মাসে বিশেষ করে জিসিসি ও অন্যান্য আরব দেশ থেকে প্রচুর ভ্রমণকারী কাতারে এসেছেন।

পরিকল্পনা ও পরিসংখ্যান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসে কাতারে বিশেষ করে তিন তারকা হোটেল বুকিং প্রচুর বেড়েছে।

এসব হোটেলে বুকিংকারী বেশিরভাগ ভ্রমণকারী বিভিন্ন আরব দেশ থেকে দোহায় এসেছিলেন। ফলে চলতিবছর ২০২১ সালের জুলাই মাসে মোট ভ্রমণকারীর সংখ্যা ৩৮ হাজার ২৮৯ জন। যেখানে ঠিক গতবছরের জুলাই মাসে এই সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৮৩৬ জন।

তবে গতবছর ভ্রমণকারীর সংখ্যা এতটা কম হওয়ার কারণ ছিল চলমান মহামারী করোনা পরিস্থিতি।

কিন্তু মহামারীর ধকল সামলে আগের তুলনায় চলতি বছরের জুনে কাতারে আসা ভ্রমণকারীর হার শতকরা ৫৭.৬ ভাগ বেড়েছে।

এ বছরের জুলাই মাসে জিসিসিভুক্ত দেশগুলো থেকে কাতারে আসা ভ্রমণকারীর সংখ্যা ছিল ১৪ হাজার ৬৪১ জন। ঠিক গতবছরের জুলাই মাসে এই সংখ্যা ছিলো মাত্র ১৩৭ জন।

ফলে দেখা যাচ্ছে, কাতারে আসা ভ্রমণকারীর সংখ্যা প্রতি মাসে মাসে গড়ে শতকরা ৬৫.৯ ভাগ করে বাড়ছে।

কাতারে আসা মোট ভ্রমণকারীদের মধ্যে ৩৮ ভাগ উপসাগরীয় অঞ্চল থেকে। কাতারে অল্প সময়ের জন্য আসা সব ভ্রমণকারীর পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য পাওয়া যায়। এতে ব্যবসা ও অবসর ভিসার ধরণ সহ ১৫টি বিভিন্ন প্রকারের ভিসার অধীনে কাতারে আসা মানুষের হিসাব করা হয়।

মোট ৩৮ হাজার ২৮৯ জন ভ্রমণকারীর মধ্যে তিন-চতুর্থাংশেরও বেশি বিমানবন্দর হয়ে কাতারে প্রবেশে করেছেন। তাছাড়া পিএসএ’র তথ্য অনুযায়ী সড়ক সীমান্ত হয়ে প্রায় ২২ ভাগ ও সমুদ্র পথে প্রায় ৩ ভাগ ভ্রমণকারী কাতারে প্রবেশ করেছেন।

Loading...
,