কাতারে পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান

কাতারের পরিবেশ ও সাধারণ পরিচ্ছন্নতা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিষয়ে বালাদিয়া মন্ত্রণালয়ের সাথে এক হয়ে কাজ করছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় টুইটারে করা এক পোস্টে বলেন, আসুন আমরা সবাই আমাদের সমুদ্র সৈকত পরিষ্কার ও আমাদের পরিবেশ নিরাপদ রাখি।

দয়া করে কাতারে সাধারণ পরিচ্ছন্নতা বজায় রাখুন, বালিতে সরাসরি কাঠকয়লা জ্বালাবেন না।

বিশেষ পাত্রে নিরাপদ উপায়ে গ্রিল করবেন। কাঠকয়লার অবশিষ্টাংশগুলো সমুদ্র সৈকতে অপরিষ্কারভাবে ফেলে রাখবেন না।

এদিকে, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্নিশে ঈদ উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানায়। কর্নিশে বিশাল বেলুন কুচকাওয়াজে পরিবেশ সচেতনতার অংশ হিসাবে ‘তিমি হাঙ্গর’ বেছে নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।

গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে

আজকের আরও খবর

গালফ বাংলা

Loading...
,