কাতারে তৈরি হচ্ছে নতুন মডেলের ফুরজান পার্ক
কাতার জুড়ে আবাসিক এলাকার আশেপাশে পাবলিক পার্ক নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
কাতার বালাদিয়া ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় রাস্তা ও পাবলিক প্লেস সৌন্দর্যায়ন কমিটি পার্ক তৈরির বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
ইঞ্জিনিয়ার আমেনা আল বদর বলেন, আল ফুরজান নামক পার্কের নকশা এবং বাস্তবায়ন আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ। এর মূল লক্ষ্য হলো শহরগুলোর সৌন্দর্য বাড়ানো এবং তা মানবিক করে তোলা, গাড়ি কেন্দ্রিক সংস্কৃতি থেকে মানুষকে বের করে আনা এবং হাঁটাচলা ও সাইক্লিস্ট বান্ধব সংস্কৃতি নিয়ে আসা।
আল ফুরজান পার্ক তৈরির আরেকটি লক্ষ্য হলো বিনোদনমূলক স্থান এবং প্লাজা তৈরি করা যা আশপাশের পরিবারগুলোকে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে। আবাসিক এলাকাগুলোর কাছাকাছি পার্কগুলো উপভোগ্য গন্তব্য, খেলাধুলা ও অনুশীলন করতে সহায়তা করবে।
কেন্দ্রীয় পার্কের মতো বড় সবুজ জায়গায় হতে যাওয়া পার্কগুলো সারা দেশের পর্যটক ও দর্শনার্থীদের নজর কাড়বে।
