কাতারে প্রতি চারজনের তিনজন করোনার এক ডোজ টিকা পেয়েছে
গত দু বছর যাবত গোটা বিশ্ব করোনা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কাতারও এর ব্যতিক্রম নয়।
কাতারে করোনা ছড়িয়ে পরার পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় মাথা উঁচু করে বৈশ্বিক এই ভাইরাসটিকে প্রতিরোধ করে যাচ্ছে । সবকিছুতে ভারসাম্য বজায় রেখে দিনের পর দিন নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
এই পদক্ষেপগুলোর মধ্যে লকডাউন, করোনা সেন্টার তৈরি ও টিকাদান কর্মসূচীসহ আরও অনেক কিছু রয়েছে।
কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টিকাদান কর্মসূচী শুরুর পর থেকে কাতারে ৩২ লাখ ৪৯ হাজার ২৬৫ ডোজ করোনাভাইরাসের টিকা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে।
ইতোমধ্যে কাতারে ১৬ বছরের বেশি বয়সীদের মধ্যে ৬৪.২ শতাংশ লোক করোনা টিকার ২ ডোজ পেয়েছে। আর এঁদের মধ্যে ৭৫.৩ শতাংশ লোক করোনাভাইরাসের টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছে।
এখন পর্যন্ত মোট ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন লোক করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে।
কাতারে ১৬ বছর বা এর চেয়ে বেশি বয়সী প্রতি চার জনের মধ্যে তিনজন করোনাভাইরাসের টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছে। গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি শো-তে এই তথ্য প্রকাশিত হয়।
এতে বলা হয়, কাতারে ১৭ লাখ ৬০ হাজার ৬৩৩ জনকে করোনাভাইরাসের টিকার কমপক্ষে একটি ডোজ দেওয়া হয়েছে। ১৪ লাখ ৮৮ হাজার ৬৩২ জন করোনাভাইরাসের টিকার দুটি ডোজ পেয়েছে।
এছাড়াও ৪০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৯৩.১ শতাংশ লোক করোনাভাইরাসের টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছে। এদের মধ্যে ৮৪ শতাংশ লোক করোনাভাইরাসের টিকার উভয়ই ডোজ পেয়েছে।
৬০ বছরের বেশি বয়সীরা সবচেয়ে দূর্বল জনগোষ্ঠী হিসাবে ৯৭.৬ শতাংশ লোক করোনাভাইরাসের টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছে। এদের মধ্যে ৯২.৫ শতাংশ লোক করোনাভাইরাসের টিকার উভয়ই ডোজ পেয়েছে।
