কাতারে প্রথম জাতীয় নির্বাচনে ৪০ নারী প্রার্থী

কাতারে আসন্ন শুরা কাউন্সিল বা আইনসভা নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

গত কয়েকদিনে ৪০ জন নারীসহ আরও অনেক কাতারি প্রার্থী কাউন্সিল নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন।

ব্রিগেডিয়ার মাজিদ আব্দুল রহমান আল সুলাইতি বলেন, প্রার্থীদের ব্যক্তিগত মজলিস বা তাঁবুতে সমাবেশ করার অনুমতি নেই।

কারণ তত্ত্বাবধায়ক কমিটি এবং কাতার মিডিয়া কর্পোরেশনগুলো প্রার্থীদের প্রচারণার জন্য বিকল্প ব্যবস্থা করেছে।

কাতারে আসন্ন শুরা কাউন্সিল নির্বাচনে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ খুবই সতর্ক রয়েছে। পাশাপাশি গ্রহণ করা হচ্ছে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা।

শুরা কাউন্সিল নির্বাচনে কাউকে বিশেষ ও ব্যক্তিগত সভা করার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার সুলাইতি আরও বলেন, ব্যালট বাক্স খালি কিনা বা পরবর্তীতে সঠিকভাবে সিল মারা হয়েছে কিনা তা নিশ্চিত করতে প্রার্থীদের ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে।

প্রার্থীরা প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এক বা দুই জন প্রতিনিধি নিয়োগ দিতে পারবেন।

পাশাপাশি প্রার্থী বা প্রতিনিধিরা নির্ধারিত দিনে ভোট গণনায় উপস্থিত থাকতে পারবেন।

Loading...
,