কাতারে ফেরার জন্য বাধ্যতামূলক রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত পরিবর্তন
নানা রকম জটিলতার পর এবার কাতার প্রবাসীদের ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করলো কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, যারা কাতারের নাগরিক এবং যে প্রবাসীদের কাতারি আইডি আছে, তাদের জন্য কাতারে ফেরার আগে এহতেরাজ ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক নয়।
(বাংলাদেশের প্রবাসীদের জন্য বিশেষ বন্ড প্রবাসী বন্ড সম্পর্কে জানতে আগ্রহী হলে খবরটির শেষে সংযুক্ত ভিডিও দেখুন)
বরং এখন থেকে এটি কেবলমাত্র ভিজিট ভিসায় আগতদের জন্য প্রযোজ্য। এ ব্যাপারে কিছুক্ষণ আগে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইট:
To ease the precautionary measures previously announced for those entering #Qatar, MOPH announced that registration on Ehteraz Platform is now optional for citizens and residents, while registration and obtaining prior approval remains mandatory for visitors. pic.twitter.com/r1ZTi0jeJP
— وزارة الصحة العامة (@MOPHQatar) July 13, 2021
এর আগে এহতেরাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার ব্যাপারটি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা করেন অনেক কাতারি নাগরিক। এছাড়া গতকাল বাংলাদেশ থেকে অনেকে রেজিস্ট্রেশন করেও যথাসময়ে ভ্রমণের অনুমতি পত্র পাননি বলে অভিযোগ করেছেন।
সেসময় কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাতারের নাগরিক এবং কাতারের আইডি আছে এমন প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। পরে আজ সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।
এর ফলে ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর কাতারে আসার অনুমতি পাওয়ার জন্য যে অপেক্ষার প্রহর শুরু হয়েছিল তা আর থাকলো না। বরং চাইলে প্রবাসীরা এটিতে আবেদন করতে পারেন, আর না করলেও কোন সমস্যা হবে না।
তবে যারা করবেন, তাদের বেলায় কাতারে আসার পর বিমানবন্দরে আনুষ্ঠানিক কাজ দ্রুততম সময়ে শেষ হবে।
এখন আর কোনো জটিলতা ছাড়াই কাতারে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা। তবে যাদের আইডির মেয়াদ নেই, বা কাতারের বাইরে ৬ মাসের বেশি সময় পার হয়েছে, তাদের বেলায় হুকুমি ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন ভিসা ইস্যু করে আসতে হবে।
বাংলাদেশের প্রবাসী বন্ডের ব্যাপারে জানতে আগ্রহী? তবে ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন
