কাতারে বাংলাদেশি ভলান্টিয়ার্সের ‍উদ্যোগে রক্তদান কর্মসূচী

কাতারে রক্তদান কর্মসূচী পালন করেছে বাংলাদেশি ভলান্টিয়ার্স কাতার। কাতার ন্যাশনাল স্পোর্টস ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই কর্মসূচী পালিত হয়।

১২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে এমন আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও নানারকম মানবিক উদ্যোগ নেওয়ার জন্য শুভকামনা জানান।

হামাদ মেডিকেলে ব্লাড ডোনেশন সেন্টারে এই রক্তদান কর্মসূচীতে রক্ত দিতে উপস্থিত হন কাতারে বসবাসরত বাংলাদেশি তরুণরা।

এ সময় হামাদ মেডিকেলের রক্তদান সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন রাষ্ট্রদূত।

প্রথম আলো বন্ধুসভা কাতারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই আয়োজনে সহযোগিতা করে। বন্ধুসভা কাতার শাখার সহ সভাপতি বুরহানউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত, অর্থ সম্পাদক সত্য রায়, পাঠাগার সম্পাদক ইবরাহিম মাহমুদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনজুরুল হাসান অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

অন্যান্য খবর

Loading...
,