কাতারে বাংলাদেশ থেকে সিনোফার্ম টিকা নিয়ে এলে যা করতে হবে

কাতারে চলমান নিয়ম অনুসারে বাংলাদেশ থেকে যারা ফাইজার-বায়োএনটেক, মর্ডার্না, অ্যাস্ট্রাজেনেকা (কোভিড শিল্ড/ওক্সফোর্ড/ ভেক্সেফেরিয়া), জনসন অ্যান্ড জনসন কোম্পানির টিকা নিয়ে কাতারে আসবেন, তাদের জন্য হোটেল কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না।

তবে আসার সময় অবশ্যই টিকার সনদ সাথে রাখতে হবে এবং আসার আগে করোনা টেস্ট করে নেগেটিভ সনদ সাথে আনতে হবে।

বাংলাদেশ থেকে যারা সিনোফার্ম কোম্পানির টিকা নিয়ে যারা কাতারে আসবেন, তাদের বেলায় শর্তসাপেক্ষে হোটেল কোয়ারেন্টাইন মওকুফ হবে।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সিনোফার্ম কোম্পানির টিকা নিয়ে কাতারে এলে এয়ারপোর্টে অবতরণের পরপরই এন্টিবডি টেস্ট করাতে হবে।

যদি এই টেস্টের রেজাল্ট পজেটিভ হয়, সেক্ষেত্রে হোটেল কোয়ারেন্টাইন নিয়ম প্রযোজ্য হবে না। আর যদি এন্টিবডি টেস্টের রেজাল্ট নেগেটিভ হয়, তবে করোনা টেস্ট করাতে হবে এবং হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই অবস্থায় বাংলাদেশ থেকে আগত যাত্রী হলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে হোটেলে।

Loading...
,