কাতার
কাতারে জনসংখ্যা আপডেট: এক মাসে বেড়েছে ৮.১ ভাগ

কাতারে বর্তমানে কাতারি নাগরিক ও বিদেশি মিলিয়ে মোট বাস করছেন ২৫ লাখ ৭২ হাজার ১৯৮ জন মানুষ। এঁদের মধ্যে পুরুষের সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯২৭ জন এবং নারীর সংখ্যা ৭ লাখ ২২ হাজার ২৭১ জন।
এই হিসাব আগস্ট মাসের শেষ দিন ৩১ আগস্ট তারিখের। কাতার পরিসংখ্যান কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
ফলে দেখা যাচ্ছে, গত জুলাই মাসের চেয়ে আগস্টে কাতারে জনসংখ্যা বেড়েছে শতকরা ৮.১ ভাগ।
এর এক মাস আগে গত জুলাই মাসের শেষ দিন কাতারে জনসংখ্যা ছিল ২৩ লাখ ৮০ হাজার ১১ জন। সেসময় মোট পুরুষের সংখ্যা ছিল ১৭ লাখ ৫৬ হাজার ২৬ জন এবং নারীর সংখ্যা ছিল ৬ লাখ ২৩ হাজার ৯৮৫ জন।
