কাতারে বিভিন্ন কোম্পানিতে ড্রাইভার নিয়োগের খবর

কাতারে প্রবাসীদের মধ্যে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি খুঁজছেন, তাদের জন্য গালফ বাংলার পক্ষ থেকে এই চাকরি খবরের আয়োজন।
সম্প্রতি কাতারে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত যেসব কোম্পানি ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহী, সেগুলোর খবর এখানে তুলে ধরা হচ্ছে।
আপনি যদি কোনো কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতে আগ্রহী হন, তবে ওই কোম্পানির ইমেইলে আপনার সিভি পাঠাবেন বা সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করবেন।
মনে রাখবেন, ভালো কোম্পানিতে চাকরি পেতে হলে নিজের একটি সুন্দর ও আপডেট করা সিভি থাকতে হয়।
তাই দেরি না করে আজই একটি সিভি বানিয়ে নিন এবং কিভাবে বিভিন্ন কোম্পানির ইমেইলে সিভি পাঠাতে হয়, তা শিখে নিন।
নিয়মিত চাকরির খবর পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন এই লিংকে ক্লিক করে।
আল-আলিফ লিমোজিন কোম্পানিতে ড্রাইভার নিয়োগ দেওয়া হচ্ছে
আগ্রহী ড্রাইভারদেরকে কোম্পানির পক্ষ থেকে সহজ শর্তে গাড়ি দেওয়া হচ্ছে। এমনকি যারা চেঞ্জ হবেন, তাদের চেঞ্জ ফি কোম্পানির পক্ষ থেকে পরিশোধ করে পরে কিস্তিতে আদায়ের সুব্যবস্থাও রয়েছে।
আগ্রহীরা এখনই যোগাযোগ করতে ক্লিক করুন এখানে

আরও কয়েকটি চাকরির খবর দেখুন নিচে
চাকরির প্রথম খবর
কাতারের একটি নামকরা কোম্পানিতে জরুরী ভিত্তিতে ড্রাইভার প্রয়োজন।
আবেদনকারীর কাছে অবশ্যই বৈধ কাতারি ড্রাইভিং লাইসেন্স ও আইডি কার্ড থাকতে হবে। আগ্রহীরা দ্রুত আবেদন করতে যোগাযোগ করুন এই নম্বরে: 50830446
নিচে পুরো বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

চাকরির দ্বিতীয় খবর
কাতারে একটি কোম্পানিতে হালকা গাড়ির ড্রাইভার প্রয়োজন। মাসিক ১ হাজার ৮০০ রিয়াল বেতন, থাকার জন্য বাসস্থান সাথে ওভার টাইম আছে।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই ইমেইলে: qatar.2022.hr123@gmail.com, অথবাসরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 70927823
নিচে পুরো বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

চাকরির তৃতীয় খবর
কাতারে একটি কোম্পানিতে ড্রাইভারসহ আরও বেশ কিছু পদে লোক প্রয়োজন। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।
আগ্রহীরা সিভি পাঠাতে পারেন এই ইমেইলে: riymoosa@gmail.com অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: +974 77608004
নিচে পুরো বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে এখানে ক্লিক করে যুক্ত হোন গালফ বাংলা গ্রুপে
আজকের আরও খবর
- কাতারে ক্যারিফোরে মোবাইল ও ট্যাবে ৭ দিনের বিশেষ অফার
- লুসাইল স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচের টিকেট বিক্রি শুরু: লিংক
- কাতারে জব্দ করা গাড়ি ফেরত পেতে এক মাস সময় বেঁধে দিল পুলিশ
- ডলারের পাশাপাশি এবার স্বর্ণের দাম
- কাতারে আজ রিয়ালের সর্বোচ্চ রেট কত- দেখে নিন বিস্তারিত

গালফ বাংলা
