কাতারে বিশ্বকাপের আগেই চালু হচ্ছে আল-শাকাব ভিলেজ

কাতারে আল শাকাব ভিলেজ নির্মাণের পর দ্রুততম সময়ে এটি চালু করার পরিকল্পনা করছে আল-শাকাব কর্তৃপক্ষ।

ইতিমধ্যে আল শাকাব ভিলেজ নির্মাণের কাজ শেষ করার জন্য আলী বিন আলী হোল্ডিংয়ের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

আল-শাকাব, কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের সদস্য।

কাতারের উন্নয়ন পরিকল্পনা, সাংস্কৃতিক মর্যাদা ও ঐতিহ্যকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে আল-শাকাব। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে আল শাকাব ভিলেজ নির্মাণ করা হচ্ছে।

টুইটারে এক পোষ্টে আল-শাকাব জানায়, কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ আগে আল-শাকাব ভিলেজ চালু করা হবে।

আল শাকাবের নির্বাহী পরিচালক খলিফা বিন মোহাম্মদ আল আতিয়া বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা আল-শাকাবকে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য সেরা পর্যটন ও ক্রীড়া গন্তব্য হিসেবে গড়ে তুলতে চাই।

যাতে দর্শকরা কাতারে খেলাধুলা ও বিনোদন কার্যক্রম পুরোপুরি উপভোগ করতে পারেন।

প্রকল্পটি বিশ্বমানের অশ্বারোহী কেন্দ্র ও এডুকেশন সিটি গল্ফ ক্লাব এন্ড এডুকেশন সিটি স্টেডিয়ামের পাশে অবস্থিত।

কাতারের আরও খবর

গালফ বাংলা

Loading...
,