কাতারে বিশ্বকাপের বাজারেও দাম বাড়েনি কোনো পণ্যের

কাতারে বিশ্বকাপের এই মৌসুমেও স্থানীয় বাজারে খাদ্য, ক্যাটারিং ও ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে।

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ চলাকালে ভোক্তাদের প্রয়োজনীয়তা পূরণের উপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার।

সম্প্রতি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বিশ্বকাপ চলাকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কাতার। এজন্য নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম চালানো হচ্ছে।

বিবৃতিতে সব ধরণের প্রয়োজনীয় আইটেম, পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও ভোগ্যপণ্য সরবরাহের ব্যাপারে কাতারের প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

এখানে ক্লিক করুন এবং পছন্দের চাকরি বেছে নিন

নির্ধারিত কর্মসূচির মধ্যে খাদ্যের পর্যাপ্ত স্টক, প্রয়োজনীয় খাদ্য, ভোক্তা কৌশলগত পণ্য ও মূল্যের স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিলো।

এছাড়াও টুর্নামেন্ট চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবেলা, ঝুঁকি সামলানো ও কাছাকাছি স্থানে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে।

বিশ্বকাপের মতো বড় ইভেন্টে দর্শকদের আবাসস্থল ও ঘোরাফেরার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য মোবাইল সেলস আউটলেট খোলা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

আরও খবর পড়ুন

গালফ বাংলা

Loading...
,