কাতারে বিশ্বকাপের লোগো দিয়ে টিশার্ট বিক্রির অপরাধে ৫ জন আটক

কাতারে ফিফার অনুমতি ছাড়া ২০২২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো কোথাও ব্যবহার দন্ডনীয় অপরাধ।

কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো ব্যবহার করে টিশার্ট তৈরি করে বিক্রি করার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাতারের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ অভিযান চালিয়ে অপরাধকারীদের গ্রেপ্তার করে।

টুইটারে এক পোস্টের মাধ্যমে এসব জানিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও টি-শার্ট ও ক্যাপসহ জব্দকৃত পোশাকের বিভিন্ন ছবি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে কাতার পুলিশ।

মন্ত্রণালয় আরও জানায়, পুঙ্খানুপুঙ্খভাবে সত্যতা অনুসন্ধান ও তদন্তের পর অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি ২০২২ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো ব্যবহার করে তৈরি করা বেশ কিছু কাপড় জব্দ করা হয়।

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। সোশ্যাল মিডিয়ার এই অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বকাপের লোগো ব্যবহার করে তৈরি জামাকাপড় বিক্রির প্রচার চালানো হচ্ছিলো।

সাক্ষ্য প্রমাণ সামনে আনার পর আসামিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন।

জব্দকৃত অবৈধ পোষাক ও অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ প্রত্যেককে কাতারের আইন ও বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আইনি জবাবদিহিতা এড়াতে অন্যের অধিকার লঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছে।

গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে

আজকের আরও খবর

গালফ বাংলা

Loading...
,