কাতার![]()
কাতারে মসজিদে নামাজের সময় পরিবর্তন
কাতারজুড়ে সব মসজিদে প্রতি ওয়াক্তে নামাজের সময় পরিবর্তন করা হয়েছে। ১২ জুলাই সোমবার থেকে এই নতুন সময় কার্যকর করা হয়েছে।
ওয়াকফ মন্ত্রণালয় জানায়, এখন থেকে প্রতি ওয়াক্তের নামাজে আজানের ২০ মিনিট পর জামাত শুরু হবে। তবে মাগরিবের নামাজ শুরু হবে আজানের ১০ মিনিট পর।
কাতারে করোনার কারণে বেশ কয়েকবার মসজিদগুলোতে আজান ও নামাজের মধ্যকার সময় পরিবর্তন করা হয়। এখন সব মসজিদে যথারীতি নামাজ চালু থাকলেও টয়লেট ও অজুখানা বন্ধ রয়েছে।
