কাতারে রমজান উপলক্ষে বিশেষ বইমেলা শুরু

কাতারে এই প্রথমবারের মতো চালু হয়েছে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বই মেলা।

৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সুক ওয়াকিফের পশ্চিম প্রান্তে এই মেলার উদ্বোধন করেন কাতারের সংস্কৃতি মন্ত্রী মেলায় কাতারের স্থানীয় ও আন্তর্জাতিক ৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

মেলার প্রথম ধাপে নয়টি দেশের ৩৫ জন প্রকাশকের সাথে ১৩টি স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান যোগ দিয়েছে।

এই নয়টি দেশ হলো সৌদি আরব, কুয়েত, লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর, তুরস্ক, ভারত এবং অস্ট্রেলিয়া।

কাতারের স্থানীয় প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে কাতার ইউনিভার্সিটি প্রেস, ইমাম বুখারি হাউস, হাউস অফ কালচার, সমরকন্দ লাইব্রেরি, ভিজ্যুয়াল আর্টস সেন্টার, নাবজা হাউস ফর পাবলিশিং এন্ড ডিস্ট্রিবিউশন এবং দার আল শারক।

কাতার কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভেন্টসের প্রতিনিধিত্বে বইমেলাটির আয়োজন করেছে কাতার সংস্কৃতি মন্ত্রণালয়।

কাতার কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভেন্টস কর্তৃপক্ষ রমজান বই মেলা নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছে।

টুইটারে QCHEC জানায়, কাতারের প্রথম এই রমজান বইমেলা হলো দোহা আন্তর্জাতিক বই মেলার সম্প্রসারণ। কাতারে গত জানুয়ারিতে ১০দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিলো দোহা আন্তর্জাতিক বই মেলা।

QCHEC ইন্সটাগ্রাম পোস্টে আরও জানায়, রমজান বই মেলার লক্ষ্য হলো পাঠকদের আরও বই পড়তে আগ্রহী করা। পাশাপাশি বই বিপণনে কাতারি প্রকাশকদেরকে সহযোগিতা ও সমর্থন করা।

পোস্টে আরও বলা হয়, বই পড়লে মানুষের জ্ঞান বিকাশ হয়। মানুষকে নৈতিকভাবে শৃঙ্খলাবদ্ধ করে বই।

প্রথম দিনে মেলা চলবে রাত ৮:৩০ মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত। মেলাটি আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।

নয় দিনের এই মেলায় বই বিক্রির পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরণের বিনোদনমূলক কার্যক্রম।

কাতার থেকে এখন দেশে গেলে কি বিশ্বকাপের আগে আসা যাবে?

গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে

আজকের আরও খবর

গালফ বাংলা

Loading...
,