কাতারপরামর্শ![]()

কাতারে রাস্তায় নতুন ট্রাফিক রাডার: ধরা পড়বে এই ৩ অপরাধ

কাতারে রাস্তায় নতুন ট্রাফিক রাডার: ধরা পড়বে এই ৩ অপরাধ
কাতারে সব সড়কে নতুন ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় এখন থেকে বেশ কয়েক ধরণের কাজ ধরা পড়বে এবং এগুলো ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে ধরা হবে।
কাতার ট্রাফিক পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, এখন থেকে কেউ সড়কে গাড়ি চালানো অবস্থায় সিটবেল্ট ব্যবহার না করলে এসব নতুন রাডারে তা ধরা পড়বে এবং জরিমানা করা হবে।

এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললেও তা ধরা পড়বে এবং জরিমানা করা হবে।
এর পাশাপাশি গাড়ি অতিরিক্ত স্পিডে চালালেও তা ধরা পড়বে এসব নতুন রাডারে।

কাতারে সবাইকে এ ব্যাপারে সতর্ক থেকে গাড়ি চালাতে আহবান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
আরও খবর পড়ুন
- বাংলাদেশে হিন্দি ছবি চললে আপত্তি নেই, তবে শর্ত জুড়ে দিয়েছে শিল্পী সমিতি
- বিশ্বকাপের হাজার হাজার কর্মীকে অবৈধ নিয়োগ ফি দিতে বাধ্য করেছে কাতার
- প্রবাসীর আন্ডারওয়্যার, সেন্ডো গেঞ্জি ও প্যান্টে দেড় কেজির বেশি স্বর্ণ উদ্ধার
- প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছেন আলসুদান বাস স্টেশনে
- বিশ্বকাপের সময় কাতার-সৌদি সীমান্ত দিয়ে পারাপারের রেকর্ড
