কাতারে লুলুতে ১০ রিয়ালের বিশেষ অফার শুরু

কাতারে লুলু হাইপার মার্কেটগুলোতে শুরু হয়েছে বিশেষ অফার। এই অফারে মাত্র ১০ রিয়াল, ১৫ রিয়াল, ২০ রিয়াল ও ৩০ রিয়ালে অনেক পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
কয়েক মাস বিরতির পর কাতারে লুলুর সব শাখায় আবারও এই বিশেষ অফার চালু করা হয়েছে।
২৭ জুলাই বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় লুলু কর্তৃপক্ষ।
লুলুতে ১ হাজার ৫০০টিরও বেশি পণ্যের মধ্যে এই অফারটি চলবে।
এসব পণ্যের মধ্যে রয়েছে মুদি মাল, তাজা খাবার, ফল, শাকসবজি, গৃহস্থালির জিনিস, টেক্সটাইল, জুতা, খেলার সামগ্রী, বাড়ির সাজসজ্জার জিনিস, স্টেশনারি, খেলনা, ইলেকট্রনিক্সসহ আরও বিভিন্নরকমের প্রয়োজনীয় জিনিস।
এই অফারটি চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত।
এই অফারের বিশেষত্ব হলো লুলু এই অফারের মধ্যে এমন এমন পণ্য অন্তর্ভুক্ত করেছে যা গ্রাহকদের প্রতিটি প্রয়োজনীয়তা পূরণ করবে।
এছাড়াও ভাল মানের পণ্যগুলো খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
হট ফুড ও বেকারি বিভাগগুলোও এই অফারে অন্তর্ভুক্ত থাকবে। বেকারির মধ্যে আরবি, পশ্চিমী, চাইনিজ, দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয় বিভিন্নরকম খাবার অন্তর্ভুক্ত থাকবে।
গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে
কাতারের আরও খবর
গালফ বাংলা
