কাতারে লুসাইলে ট্রাম নেটওয়ার্কের সেন্ট্রাল স্টেশন চালু

কাতারে আধুনিক সিটি লুসাইলে ট্রাম নেটওয়ার্কের অরেঞ্জ লাইনে লুসাইল সেন্ট্রাল স্টেশন (কেন্দ্রীয় স্টেশন) চালু করা হচ্ছে।

আজ ৯ এপ্রিল, ২০২২ থেকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই স্টেশন খুলে দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দিয়েছে কাতার রেল কর্তৃপক্ষ।

এ বছরের শুরুর দিকে লুসাইল ট্রামের অরেঞ্জ লাইনে ছয়টি স্টেশন চালু করা হয়েছিলো। স্টেশনগুলো প্রথম ধাপে পরীক্ষামূলক চলাচলের অংশ হিসাবে চালু করা হয়।

এখন থেকে এই ছয়টি স্টেশনের সাথে যুক্ত হয়ে লুসাইল সেন্ট্রাল স্টেশনও যাত্রীদেরকে সেবা প্রদান করবে।

লুসাইল ট্রামের অরেঞ্জ লাইনে পরীক্ষামূলক চলাচলের অংশ হিসাবে যে স্টেশনগুলো সেবা দিয়ে যাচ্ছে সেগুলো হলো: মেরিনা স্টেশন, মেরিনা প্রোমেনাড স্টেশন, ইয়ট ক্লাব স্টেশন, এসপ্ল্যানেড স্টেশন, এনার্জি সিটি সাউথ স্টেশন এবং লেগতাইফিয়া স্টেশন।

লুসাইল সেন্ট্রাল স্টেশন চালু হওয়ার পর এটি আশপাশের আবাসিক এলাকা ও নির্মাণাধীন অত্যাধুনিক শপিং মল প্লেস ভেন্ডোম মলের মানুষদের সেবা দিয়ে উপকৃত করবে।

কাতার থেকে এখন দেশে গেলে কি বিশ্বকাপের আগে আসা যাবে?

গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে

আজকের আরও খবর

গালফ বাংলা

Loading...
,