কাতারে শুরু বিশ্বকাপের টিকেট বিক্রি: যেভাবে কিনবেন প্রবাসীরা (ভিডিও)

কাতারে শুরু হলো ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রি। ১৯ জানুয়ারি দুপুর একটায় এই বিক্রির কার্যক্রম শুরু করে ফিফা।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাতার প্রবাসীর বিশ্বকাপের টিকেট কেনার সুযোগ পাবেন প্রথম ধাপে।
পুরো প্রক্রিয়া বাংলায় দেখতে এখানে ক্লিক করুন
এই ধাপে মোট তিন ধরণের টিকেট বিক্রি করা হচ্ছে ফিফার ওয়েবসাইটে। আলাদা একটি করে ম্যাচের টিকেট, পছন্দের দলের সবগুলো খেলার টিকেট এবং চারটি স্টেডিয়ামে চারটি ম্যাচ দেখার প্যাকেজ টিকেট।
টিকেটের সর্বনিম্ন দাম ৪০ রিয়াল। তবে উদ্বোধনী ম্যাচে সর্বনিম্ন টিকেটের দাম ২০০ রিয়াল। আর সর্বোচ্চ টিকেটের দাম ২ হাজার ২৫০ রিয়াল।
নিয়মিত কাতারের আপডেট পেতে যুক্ত হোন গালফ বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপের এই লিংকে ক্লিক করে
ফাইনাল ম্যাচে টিকেটের সর্বোচ্চ দাম ৫ হাজার ৮৫০ কাতারি রিয়াল। আর সর্বনিম্ন দাম ৭৫০ কাতারি রিয়াল।
একজন একটি ম্যাচে ৬ জনের জন্য টিকেট কিনতে পারবেন। তবে পুরো বিশ্বকাপের সব খেলা মিলিয়ে ৬০টির বেশি টিকেট কেনা যাবে না।
সেমিফাইনাল খেলায় টিকেটের সর্বনিম্ন দাম ৫০০ কাতারি রিয়াল। আর সর্বোচ্চ দাম ৩ হাজার ৪৮০ কাতারি রিয়াল।
এখন আবেদন করার পর টিকেট পাওয়া যাবে কিনা, তা জানা যাবে ৮ মার্চ।
আয়োজক দেশ হিসেবে কাতারের অধিবাসীরা চতুর্থ ক্যাটাগরিতে মাত্র ৪০ রিয়ালে টিকেট কেনার সুযোগ পাচ্ছেন, যা অন্য দেশের লোকেরা পাবে না।
টিকেট কেনার জন্য প্রথমে ফিফার ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে হবে।
ফিফার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির
