কাতার![]()
কাতারে শ্রমিকদের জন্য এক হাজার ফ্রি বাসকার্ড
কাতারে বিদেশি শ্রমিকদের যাতায়াত সুবিাধার্থে এক হাজার কারওয়া বাস কার্ড বিনামূল্যে দিয়েছে মুওয়াসালাত কর্তৃপক্ষ। ১৮ এপ্রিল রবিবার এসব কার্ড কাতার চ্যারিটির কাছে হস্তান্তর করা হয়।
কাতার চ্যারিটির মাধ্যমে কাতারের বিভিন্ন জায়গায় বিদেশি শ্রমিকদের মধ্যে এসব বাসকার্ড বিতরণ করা হবে।
