কাতারে শ্রমিকদের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ

কাতারে বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে বিদেশি কর্মী ও শ্রমিকদের মধ্যে কাতার চ্যারিটির পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়িতে ইফতার বিতরণ কার্যক্রম চলছে।
রমজানের প্রথম দিন থেকে এই বিতরণ কার্যক্রম শুরু করে সেবামূলক এই সংস্থাটি।
এই কার্যক্রমের আওতায় পুরো রমজান মাসে মোট ৫ লাখ ৬২ হাজার শ্রমিককে ইফতার দেওয়া হবে। এরফলে দিনশেষে ক্লান্ত রোজাদার শ্রমিকরা বিনামূল্যে ইফতারের সুযোগ পাচ্ছেন।

কাতারবাসী দাতাদের দানে এই ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৭১ লাখ কাতারি রিয়াল।

কাতারের যেসব এলাকায় ইফতার বিতরণ করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে সানাইয়া, রুয়াইস পোর্ট, মিকাইনিস, উম আল আফাইসহ বিভিন্ন শ্রমিক ক্যাম্প।
কাতার চ্যারিটির স্বেচ্ছাসেবকরা প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এসব ইফতার বিতরণ করছেন।
আজকের অন্যান্য খবর
