কাতারে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা যে এলাকায়

কাতারে চলতি বছরের মে মাসে মোট সড়ক দুর্ঘটনা হয়েছে ৪৬৬টি। এর মধ্যে মারাত্মক দুর্ঘটনার সংখ্যা ৩৬টি। এসব দুর্ঘটনায় মারা গেছেন মোট ৯ জন। এর আগের মাস এপ্রিলেও কাতারে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়।


মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে মামুরা এলাকায়। আর সবচেয়ে কম দুর্ঘটনার এলাকা ছিল দুখান।

কাতার পরিসংখ্যান কর্তৃপক্ষের প্রকাশিত এক হিসেবে দেখা যায়, মে মাসে দুখানে মোট দুর্ঘটনার সংখ্যা ১২। অন্যদিকে মামুরায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ৯৩। এর মধ্যে বেশিরভাগই হালকা দুর্ঘটনা। তবে মারাত্মক দুর্ঘটনার সংখ্যা ছিল একটি।


এর পরের অবস্থানে আলরাইয়ান। মে মাসে রাইয়ানে সড়ক দুর্ঘটনার সংখ্যা ৯০টি। এর মধ্যে মারাত্মক দুর্ঘটনার সংখ্যা ৯টি।

অন্যান্য এলাকার মধ্যে মদিনা খলিফা মোট সড়ক দুর্ঘটনা ঘটে ৭৪টি, থুমামায় ৮৫টি, সানাইয়ায় ৩৫টি, জুনুবে ৫৬টি, শিমালে ৬৬টি দুর্ঘটনা ঘটে।

Loading...
,