কাতারে সাগরে ৯০ হাজার মাছের পোনা ছাড়লো বালাদিয়া

কাতারে মাছের চাষ বাড়াতে এবং এই খাতকে আরও সমৃদ্ধ করে তুলতে সাগরে ৯০ হাজার হামোর মাছের পোনা ছেড়েছে বালাদিয়া কর্তৃপক্ষ।

কাতারি জলসীমানার ভিতরে বালাদিয়ার সুরক্ষা ও বন্যপ্রাণী বিভাগের সহযোগিতায় বাছাই করা কিছু জায়গায় এই মাছের পোনাগুলো ছাড়া হয়। প্রতিটি পোনার ওজন ছিলো মাত্র ২ গ্রাম।

কাতারে গত কয়েকবছর যাবত মাছ চাষকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে খামার তৈরি, দেশীয় খামারে মাছ চাষ, দেশের বাজারে বেশি চাহিদাসম্পন্ন মাছের উৎপাদন, মাছ ধরার নৌকা ও নৌকা মালিকদের সহায়তা করা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব উদ্যোগের পাশাপাশি কাতারের জলসীমায় সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাতারের জলে ছাড়া মাছের পোনাগুলো রাস মাতবাখের অ্যাকোয়াটিক রিসার্চ সেন্টারে উৎপাদন করা হয়েছে। এ ব্যাপারে পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানায়, এটি দেশের মৎস্যখাত সমৃদ্ধ করার কর্মসূচির একটি ধারাবাহিক অংশ।

এর ফলে কাতারের দামি মাছের স্থানীয় উত্পাদন এবং এই ধরণের মাছের মজুদ বাড়বে। পাশাপাশি মাছের পোনা কাতারি জলে ছাড়ার ফলে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।

Loading...
,