কাতারে সাধারণ ট্র্যাফিক ভুল সম্পর্কে ট্রাফিক পুলিশের সেমিনার

কাতারে আগামীকাল রবিবার ‘Common Traffic Mistakes Among Drivers’ শীর্ষক ভার্চুয়াল সচেতনতামূলক একটি সেমিনার করবে কাতার ট্রাফিক পুলিশ।

এই সেমিনারটি কাতারের ট্রাফিক সচেতনতা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করবে। জুম অ্যাপের মাধ্যমে সেমিনারটি রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলবে।

কাতারে সড়ক ব্যবহারকারী ও জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানটির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেমিনারটি “Safe Ramadan Campaign” এর অংশ হিসাবে আয়োজন করা হচ্ছে বলে জানায় ট্রাফিক পুলিশ।

যদিও এই ভার্চুয়াল সেমিনারের মূল টার্গেট ফিলিপিনো কমিউনিটির সদস্যরা, তবে অন্যান্য সাধারণ মানুষে চাইলে এই সেমিনারে অংশ নিতে পারবে।

সেমিনার চলাকালীন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা রেড সিগন্যাল ক্রসিং, সিটবেল্ট নিরাপত্তা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি, স্মার্ট ট্র্যাফিক সিগন্যাল, ড্রাইভিংয়ের সময় করোনাভাইরাস প্রোটোকল, ২০২০ সালের ট্র্যাফিক পরিসংখ্যান সম্পর্কিত মূল্যবান তথ্য, ওভারটেকিং করা, ট্র্যাফিক নজরদারি ক্যামেরা, ছোটখাটো দুর্ঘটনা, মোড়ের হলুদ বক্স, অতিরিক্ত গতির ঝুঁকি, পবিত্র রমজান মাসে নিরাপদ গাড়ি চালনার পরামর্শ, সিগন্যালে সুরক্ষা, রাস্তায় নিরাপদ ট্র্যাক এবং পথচারীদের সুরক্ষা এইসব বিষয়ে আলোচনা করবেন।

সেমিনারে যারা আগে আসবে শুধুমাত্র তাদের মধ্যে একহাজার মানুষের অংশগ্রহণ করতে পারবে।

কাতার ডেস্ক

Loading...
,