কাতারে সানাইয়ায় এক গুদামে দেড় হাজার নষ্ট পেয়াজ জব্দ করলো বালাদিয়া

কাতারের সানাইয়া এলাকায় একটি অবৈধ গুদাম বন্ধ করে দিয়েছে দোহা বালাদিয়ার হেলথ কন্ট্রোল ডিপার্টমেন্ট।
অভিযানকালে ওই গুদামে ১ হাজার ৪০০ কেজি নষ্ট পেঁয়াজ জব্দ করা হয়েছে। পেঁয়াজগুলো মানুষের খাবারের অযোগ্য ছিলো।
অপরাধ বিবেচনায় কাতারের আইন অনুসারে ওই গুদামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ৩০ দিনের জন্য এটি শাস্তিমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বালাদিয়া মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমে জানায়, জব্দ করা পেঁয়াজের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পরিবর্তন ও পেঁয়াজের পরিষ্কার ছাঁচ নষ্ট হয়ে গিয়েছিলো। এগুলো খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্য ঝুকিতে পড়ার সম্ভাবনা রয়েছিলো।
কাতারে খাদ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত ১৯৯০ সালের ৮ নং আইন লঙ্ঘনের অপরাধে এই স্টোরহাউসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে
আজকের আরও খবর
গালফ বাংলা
