কাতার
কাতারে হার্ট অ্যাটাকে প্রবাসীর মৃত্যু

কাতারে হার্ট অ্যাটাকে একজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
রাতে বাসায় অসুস্থ বোধ করলে দ্রুত এম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত প্রবাসীর নাম সুমন দেব চন্দন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ভুলাচং ইউনিয়নে তার বাড়ি। তিনি বিবাহিত এবং দুই ছেলের জনক।
কাতারে ফিরিজ কুলাইব এলাকায় থাকতেন সুমন। গাড়ি চালক হিসেবে চাকরি করতেন লিমুজিন কোম্পানিতে।
নিহতের লাশ গতকাল বুধবার দেশে পাঠানো হয়েছে। লাশের সাথে দেশে গেছেন তাঁর ছোটভাই সজল দেব।
গালফ বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন তাঁর ভগ্নিপতি বিপুল দত্ত।
আজকের অন্যান্য খবর
