কাতার
কাতারে হিংস্র কুকুরের আক্রমণে অর্ধ শতাধিক হরিণের মৃত্যু

কাতারে একদল জংলি কুকুরের সংঘবদ্ধ আক্রমণে অর্ধ শতাধিক হরিণের মৃত্যু হয়েছে। এসব হরিণ কাতারের আলগাসামিয়া এলাকার একটি ফার্মের মালিকানায় ছিল।
হরিণগুলোর মৃত্যুর এমন মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়ার পর কাতারে বিভিন্ন এলাকায় কুকুর নিয়ন্ত্রণে বালাদিয়ার জোরালো ভূমিকার দাবি জানাচ্ছেন কাতারি ও বিদেশিরা।
তবে বালাদিয়ার পক্ষ থেকে বলা হয়, যে কোনো এলাকায় কুকুর নিয়ন্ত্রণের ব্যাপারে অভিযোগ করতে হলে বালাদিয়ার মোবাইল অ্যাপ ব্যবহার করে তা জানাতে হবে।
