কাতারে ৮০ শতাংশ গাড়ি দুর্ঘটনার কারণ মোবাইল

কাতারে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা।
কাতার ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা এই তথ্য জানান।
সম্প্রতি কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। সেমিনারটিতে দেওয়া হয় বিভিন্নরকম আইনি পরামর্শ।
কাতার ট্রাফিক পুলিশের কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল্লাহ আল-কাওয়ারি বলেন, কাতারে মোট সড়ক দুর্ঘটনার ৮০ ভাগ ঘটে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে।
আবদুল্লাহ আল-কাওয়ারি আরও বলেন, এছাড়া গাড়ির ভেতর থেকে বাহিরের দৃশ্য ভিডিও করতে গিয়েও এসব দুর্ঘটনা ঘটে।
গাড়ি চালানোর সময় জনসাধারণের প্রতি মোবাইলের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
চলতি বছরের শুরুতে ট্রাফিক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত বছর বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মোট ২ হাজার ৪৪২টি দুর্ঘটনা ঘটে। যা ঐ বছরের মোট সড়ক দুর্ঘটনার ৪২.৪ ভাগ।
কাতারে গত বছর মোট সড়ক দুর্ঘটনা ২১.৯ ভাগ দুর্ঘটনা ঘটে নিরাপদ দূরত্ব বজায় না রাখায়। এছাড়া ১২.৩ ভাগ দুর্ঘটনা ঘটে রাস্তার সীমানা থেকে বের হওয়ার কারণে।
কাতারে সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণের মধ্যে আরো রয়েছে, রেড সিগন্যাল অতিক্রম করা, লেনের নিয়ম অমান্য করা, গতির সীমা লঙ্গন ও ওভারটেকিং সহ অন্যান্য কারণে ১৩.৪ ভাগ দুর্ঘটনা ঘটে।
