কাতার এয়ারপোর্টে যে কোনো যাত্রীকে আকস্মিক করোনা টেস্ট

কাতারে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুরু হয়েছে আকস্মিক করোনা টেস্টের কর্মসূচী। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কাতারে অবতরণের পর যে কোনো যাত্রীকে করোনা টেস্ট করা হতে পারে।

তবে কাতারে আগত যে যাত্রীর করোনা টেস্ট করা হবে, তাকে টার্মিনাল ভবনে থাকার সময়ে জানানো হবে এবং এরপর নির্ধারিত টিম তাকে টেস্ট করাতে নিয়ে যাবে। টেস্টের পর যাত্রী অন্যান্য কার্যক্রম শেষ করতে পারবেন।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই টেস্ট করতে মাত্র কয়েক মিনিট লাগবে। টেস্টের পর ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে মেসেজের মাধ্যমে টেস্টের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

যদি ওই যাত্রীর করোনা টেস্ট ফলাফল পজেটিভ হয়, তবে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নির্দেশনা দেওয়া হবে।

কাতারের আরও খবর

Loading...
,