কাতারে ক্যারিফোরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু

গালফ বাংলায় নিয়মিত কাতার প্রবাসীদের জন্য চাকরির বিভিন্ন খবর তুলে ধরা হয়ে থাকে।

আমাদের উদ্দেশ্য, যারা কাতারে আছেন এবং কোনো চাকরির সন্ধান করছেন, তারা যেন খুব সহজে এই বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন এবং আবেদন করার সুযোগ পান।

কাতারে অন্যতম বড় শপিং চেইনশপ ক্যারিফোরে বিভিন্ন পদে লোক নিয়োগ চলছে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিস্তারিত বিবরণ।

আজ ২৩ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, কাতার ক্যারিফোরে ক্যাশিয়ার, মাংস কাটার লোক, মাছ বিক্রেতা, বেকারিতে কাজ করার মানুষ, সেলসম্যান (নারী/পুরুষ) ও স্টকার নিয়োগ দেওয়া হবে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ক্যারিফোরে এই পদগুলোতে কাজ করতে আগ্রহী, তারা আজই সরাসরি হাজির হয়ে আবেদন করতে পারেন।

কাতার প্রবাসী চাকরিপ্রত্যাশীদের জন্য নিচে চাকরির বিজ্ঞপ্তি তুলে ধরা হলো

আবেদন করার স্থান ও তারিখ:

২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২১, সকাল ০৯:০০টা থেকে বিকেল ০৩:০০টা পর্যন্ত, ক্যারিফোর ভিলাজিও মলে।

নিয়মিত কাতারে চাকরির খবর পেতে গালফ বাংলা পড়ুন। খবরটি অন্য প্রবাসীদের কল্যাণে শেয়ার করুন।

আরও কিছু চাকরির খবর দেখুন নিচে:

Loading...
,