প্রতিদিন ১৪ হাজার প্যাকেট ইফতার বিতরণ করছে কাতার চ্যারিটি
কাতার চ্যারিটি কাতারে প্রতিদিব ইফতারের আগমুহূর্তে বিভিন্ন ট্র্যাফিক সিগন্যাল এবং অন্যান্য জায়গায় অপেক্ষমান মানুষদের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রেখেছে। এই রমজানে প্রতিদিন ১ হাজার ৬০০ প্যাকেট খাবার বিতরণ করছে সংস্থার স্বেচ্ছাসেবকরা।
কাতার চ্যারিটি কাতারের দানশীল মানুষের সহায়তায় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ‘Ramadan of Hope’ কর্মসূচির অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া কাতারে শ্রমিক ও অন্য অসহায়দের মধ্যে ইফতারের খাবার বিতরণ করে যাচ্ছে কাতার চ্যারিটি।
করোনাভাইরাসের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে এসব খাবার বিতরণ করা হচ্ছে কাতার চ্যারিটির পক্ষ থেকে। কাতারের চারটি জায়গায় শ্রমিকদের জন্য প্রতিদিন ১৪ হাজার প্যাকেট খাবার বিতরণ করে এই প্রতিষ্ঠান।
এই চারটি জায়গা হলো:- বিভিন্ন কোম্পানির আবাসিক ক্যাম্প, দোহ সানাইয়া, আল খোর সানাইয়া এবং খামার এলাকা।
কাতার চ্যারিটি কতৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শ্রমিকদের জন্য Mobile Iftar Meals for Workers প্রকল্পটির মাধ্যমে রমজান মাসে ৪ লাখ ৫৬ হাজার শ্রমিককে খাবার দেওয়া হবে।
এর আনুমানিক ব্যয় ৬০ লাখ কাতারি রিয়াল হিসাব করা হয়েছে। এই প্রকল্পে একটি খাবারের ঝুড়ি ও খাওয়ার জন্য প্রস্তুত করা খাবার দেওয়া হবে।
- কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
- ঢাকার মধ্যে মাত্র ৫ হাজার টাকায় চড়তে পারবেন হেলিকপ্টারে!
- আমিরাতে দুপুর বেলা কাজে নিষেধাজ্ঞা
- পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পর গ্রাহক বেড়েছে নেটফ্লিক্সে
- বিমানের আন্তর্জাতিক রুট বাড়ছে
কাতার ডেস্ক
