কাতার চ্যারিটির কোরবানির মাংস বিতরণ

রোহিঙ্গা শরণার্থীসহ গরীব, এতিম ও বিধবাদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
ঈদের দিন ও পর দিন ধামরাই, ভৈরব, কুমিল্লা, বাগেরহাট, সুনামগঞ্জ, বরিশাল, মাদারীপুরসহ দেশের ১৭ টি স্থানে এই গোশত বিতরণ করা হয়। এতে উপকৃত হয়েছে কমপক্ষে ১১ হাজার পরিবার।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভাসানচর দ্বীপে ঈদের দিন ১৫০ টি গরু কোরবানি করে কাতার চ্যারিটি । এসময় সেখানে দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেন।
ভৈরবে কাতার চ্যারিটির গার্লস হোমে গোশত বিতরণ কর্মসূচিতে অংশ নেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
ঈদের দিন কাতার চ্যারিটি এবং এর দাতাদের পক্ষ থেকে কোরবানির গোশত পেয়ে আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন উপকার ভোগীরা। প্রতিটি উৎসব এবং সংকটে এভাবে পাশে থাকার জন্য তারা কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানান।
আরো পড়ুন
DeshRupantor
