কাতার চ্যারিটির পক্ষ থেকে আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা

কাতার চ্যারিটি আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তার প্রথম চালান পাঠিয়েছে। আগামী দিনে আরও মানবিক সহায়তা পাঠানো হবে বলে জানায় এই সেবা সংস্থাটি। কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই সহায়তা পাঠানো হয়েছে।

এই নিয়ে কাতার থেকে মোট তিনটি ফ্লাইটে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সাহায্য পাঠানো হলো।

দুদিন আগে ১৫ টন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে আফগানিস্তান পৌঁছায় কাতার চ্যারিটি। এই খাদ্য সহায়তা ১০ হাজার পরিবারের জন্য এক মাসের খাদ্য চাহিদা পূরণ করবে।

কাতার চ্যারিটির কর্মকর্তা নওয়াফ আল-হামাদি বলেন, কাতার চ্যারিটি আফগানিস্তানের মানবিক পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। আমরা কাতারি দাতাদের সাথে নিয়ে জরুরী মানবিক সহায়তা মাধ্যমে আফগান জনগণকে সাহায্য করার চেষ্টা করছি।

বিশেষ করে কাতার আফগানিস্তানের কাবুল বিমানবন্দর ও অন্যান্য বন্দর পরিচালনার জন্য প্রযুক্তিগত দল পাঠানোর পর আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের সহায়তাগুলো আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে এটি আমাদের সাহায্য করবে।

নওয়াফ আল-হামাদি আরও বলেন, কাতার চ্যারিটি কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সহযোগিতায় সহায়তা প্রদানকারী কাতারের প্রথম এনজিও।

Loading...
,