কাতার থেকে ওমরাহ আদায়ের জন্য মানতে হবে যে শর্ত

কাতার থেকে কেউ ওমরাহ আদায়ের জন্য সৌদিআরবে যেতে হলে অবশ্যই করোনার টিকা নেওয়া হতে হবে।

কাতার থেকে করোনার টিকা সার্টিফিকেট নিয়ে সৌদিআরবে পৌঁছার পর সেখানে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত অফিসে তা দেখাতে হবে। এরপর সৌদি কর্তৃপক্ষ সেই সার্টিফিকেট যাচাই করে ওমরাহ আদায়ের অনুমতি দেবে

মক্কায় সৌদি কর্তৃপক্ষ প্রত্যেক ওমরাহ আদায়কারীকে কয়েকটি সময় নির্ধারণ করে দেবে। ওই সময়গুলো থেকে বাছাই করে ওমরাহ আদায় করা যাবে। তবে প্রত্যেক ওমরাহ আদায়কারীকে অবশ্যই তাঁর জন্য নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ আদায় শেষ করতে হবে।

কাতারের ওয়াকফ মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ বিভাগের পরিচালক আলি আলমিসায়ফিরি আলরাইয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব তথ্য জানান।

তবে রমজানের পর ওমরাহ আদায়ের জন্য আগে থেকে হোটেল বুকিংয়ের শর্ত বাতিল করা হয়েছে। যাতে ওমরাহ আদায়কারী সহজে মক্কায় গিয়ে পছন্দমতো হোটেল বুকিং করতে পারে।

এসব নিয়ম একইভাবে কাতারের নাগরিক ও কাতারে বসবাসরত বিদেশি মুসলমানদের জন্য প্রযোজ্য।

তবে কাতার থেকে কোনো বিদেশি মুসলিম ওমরাহ আদায় করতে হলে সৌদি কর্তৃক অনুমোদিত ওমরাহ এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করতে হবে। এসব এজেন্টের তালিকা সৌদিআরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Loading...
,