কাতারে টিকাপ্রাপ্তদের জন্যও বাংলাদেশে হোটেল কোয়ারেন্টাইন

কাতার থেকে করোনার ২ ডোজ টিকা নিয়ে বাংলাদেশে যাওয়ার পরও ৩ দিনের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ ব্যাপারে টিকার ২ ডোজ নেওয়ায় আলাদা কোনো সুবিধা থাকবে না।

কাতার থেকে দেশে যাওয়ার আগে হোটেল বুকিং না করলে ঢাকায় নামার পর সেনাবাহিনীর অধীনে সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে কাতারে দোহা হামাদ বিমানবন্দরে যাওয়ার সময় যদি কোনো প্রবাসী হোটেল বুকিং না করেন তখন এয়ারলাইনস কর্মী সরকারি কোয়ারেন্টাইনে সিট খালি আছে কিনা, তা চেক করবেন। যদি সরকারি কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা না যায়, তবে হোটেল বুকিং করে ফ্লাইটে উঠতে হবে।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহাবুর রহমান আজ রবিবার গালফ বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

আরও খবর পড়ুন

Loading...
,