কাতার পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ, আটক ২

সিরাজগঞ্জের গৃহবধূ আইরিন খাতুনকে (২০) গৃহকর্মী হিসেবে কাতার পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রবিন খন্দকার ও শান্ত কালু নামে দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ ঘটনায় রবিন, শান্ত ছাড়াও রাকিব, সিপন নামে দুই জনকে আসামি করে বিমানবন্দর থানায় দণ্ডবিধি আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
জানা গেছে, আইরিন তার গ্রামের এক ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান।
সেখানে তারেকুজ্জামান রাকিব (২৯) নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন। ভুক্তভোগীকে রাকিব বলেন, বয়স কম হওয়ায় আইরিন কাতার যেতে পারবেন না। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলেও ভয় দেখান রাকিব।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
এক লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাবও দেন। তার প্রস্তাবে আইরিন রাজি হন। রাকিব ও সিপনকে কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন। আইরিনকে বারবার ফ্লাইট ডেট দেন তারা।
এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠানোর কথা বলে ১২ জুন ও ১৪ জুন আইরিনকে এয়ারপোর্টে আসতে বলে রাকিব গা ঢাকা দেন।
আইরিন বারবার ফোন করলেও তারা এয়ারপোর্টে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নাই বলে তাকে ফিরে যেতে বলেন। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে গিয়ে অভিযোগ করেন আইরিন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারের পরিকল্পনা করে এপিবিএন।
আইরিনের মাধ্যমে রাকিব ও শিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। আইরিনকে ৩০ জুন এয়ারপোর্টে এসে পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব।
ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও রাকিব ও শিপন আইরিনের সঙ্গে দেখা না করে চক্রের অন্য দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান। আইরিনের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন।’
তিনি বলেন, ‘ওই টাকা যোগাড়ের উদ্দেশ্যে রবিন ও শান্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বর এলাকার বাইরে চায়ের দোকানে আইরিনের সঙ্গে দেখা করেন।
এ সময় তারা আইরিনকে পাসপোর্ট ও ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলে সাদা পোশাকে নজর রাখা এপিবিএন’র গোয়েন্দা সদস্যরা তাদের আটক করেন।’
আরো পড়ুন
BanglaTribune
