কাতার প্রবাসীর লাশ দেশে আনতে পরিবারের আকুতি

দুই সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের হাজীগঞ্জের টোরাগড় গ্রামের কাতার ও সৌদি আরব প্রবাসী দুই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত শনিবার বিকেলে ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের পূর্বপাড়া জোহর আলী কাজীবাড়ির মৃত মনু মিয়ার ছেলে কাতার প্রবাসী ওয়াসিম (৩৫) মারা যান।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এর আগে, গত ১৬ আগস্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণপাড়া জাফর মাস্টার বাড়ির আবুল কাশেমের ছেলে সৌদি আরব প্রবাসী সুমন মিয়া (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
২৯ আগস্ট মৃত সুমনের মরদেহ দেশে আনা হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জানা গেছে, কাতার প্রবাসী ওয়াসিমের ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ সম্প্রতি শেষ হয়ে যাওয়ায় তিনি সেখানে অবৈধ ছিলেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
গত শনিবার বিকেলে তিনি কাজ শেষে বাসায় যান এবং সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। মৃত ওয়াসিমের তিন শিশুসন্তান রয়েছে।
তার এক প্রতিবেশী জানান, অবৈধ হওয়ায় মৃত ওয়াসিমের মরদেহ দেশে আনতে জটিলতার সৃষ্টি হয়েছে এবং মরদেহ দেশে আনতে যে খরচ হবে তা বহন করা পরিবারের পক্ষে অসম্ভব।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এ ছাড়া, দেশেও তার ধারদেনা রয়েছে, যা নিয়ে চিন্তিত পরিবারের লোকজন। তাই ওয়াসিমের মরদেহ দেশে আনতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন তিনিসহ নিহতের পরিবারের লোকজন।
এদিকে, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই গ্রামের প্রবাসী দুই যুবকের মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রামের লোকজন মৃত ওয়াসিমের মরদেহ দেশে আনতে এবং তার ও সুমন মিয়ার পরিবারকে সহযোগিতার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
আরও পড়ুন:
গালফ বাংলা
