কাতার ফেরত প্রবাসী: ঠাঁই এখন ব্র্যাকের সেইফ হোমে

কাতার ফেরত মানসিক ভারসাম্যহীন রহিমার ঠাঁই এখন ব্র্যাকের সেইফ হোমে। এ যেন এক জীবন্ত বেওয়ারিশ!
মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে কাতার এয়ারওয়েজের QR 368 বিমান যোগে দেশে ফিরে এভাবেই টার্মিনালে শুয়ে ছিলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রহিমা খাতুন।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
এরপর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান নিরাপদ অভিবাসনের জন্য সকালে হস্তান্তর করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে।
মানসিক ভারসাম্যহীন রহিমা বর্তমানে ব্র্যাকের সেইফ হোমো আছেন। রহিমা খাতুনের আপন বলতে কেউ নেই।
বাবা-মা মৃত অনেক আগেই, বিয়ে হলেও বিদেশ যাওয়ার আগেই স্বামী পরিত্যক্তা, ভাই-বোনও নেই তার; এমনটিই জানান সেখানকার ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
২০২২ সালের মার্চ মাসে রিক্রুটিং এজেন্সি এইচ.পি. ওভারাসিজ (আর.এল-১৩৮৮) গৃহকর্মীর কাজ দিয়ে কাতার পাঠান। এরপর কাতার ফেরত রহিমা মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেন।
আরও পড়ুন
গালফ বাংলা
