কাতার বিশ্বকাপকে অনুসরণ করে বদলে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম

ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) নতুন মরশুম শুরু হতে আর এক পক্ষকালও বাকি নেই। ১১ অগাস্ট চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) মুখোমুখি হবে বার্নলি (Burnley)।
এটাই আগামী মরশুমের উদ্বোধনী ম্যাচ। এই মরশুম কিন্তু আক্ষরিক অর্থেই আগের থেকে আলাদা হতে চলেছে, কারণ এবার নিয়মে কিছু বদল এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA)।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
প্রথমত, এবার স্টপেজ টাইম (Stoppage Time) বাড়বে অনেকটাই। ২০২২ বিশ্বকাপেই দেখা গিয়েছিল ৯০ মিনিট খেলা হওয়ার পরে ১০ মিনিটেরও বেশি স্টপেজ টাইম দেওয়া হয়েছে।
প্রত্যেক খেলাতেই যে কোনও একটা দল নিজেদের স্বার্থ সময় অপচয় করে। আগে সেই অপচয় হওয়া সময়ের কাঁটায় কাঁটায় হিসেব হত না।
বিশ্বকাপেই প্রথমবার কড়ায়-গন্ডায় হিসেব করে অপচয় হওয়া সময় নির্ধারিত সময়ের শেষে জুড়ে দেওয়া হয়েছিল।
এবার সেই নিয়ম প্রযোজ্য হবে ইপিএলেও। গত বছরের পরিসংখ্যান বলছে, গত বছর বল খেলার মধ্যে রয়েছে এই সময়ের গড় ম্যাচ প্রতি মাত্র ৫৫ মিনিট।
দ্বিতীয়ত, মাঠের পাশে ম্যানেজার বা কোচেদের টেকনিক্যাল এরিয়া ছেড়ে বেরিয়ে পড়া নিয়ে আরও কড়া হবেন রেফারিরা।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
তবে খেলা চালিয়ে যাওয়ার জন্য ট্যাকলের ক্ষেত্রে বাঁশি বাজানো কমাবেন তাঁরা, যাতে বলের দেখল রাখা দল আক্রমণে যেতে পারে।
রেফারির সিদ্ধান্তে খুশি না হলে অনেক সময় ফুটবলাররা তাঁদের ঘিরে ধরেন, প্রতিবাদ জানান কিন্তু এবার থেকে রেফারিকে ভিড় করে ঘিরে ধরলেই হলুদ কার্ড দেখানো হবে।
হাফ টাইম এবং খেলা শেষ হওয়ার পর অনেক সময় ম্যাচ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চলে যান ক্লাবের স্টাফরা।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
কিন্তু এবার থেকে আর এসব করা যাবে না। তাছাড়া টেকনিক্যাল এরিয়ার মধ্যে দু’জনের বেশি একসঙ্গে খেলোয়াড়দের পরামর্শ দিতে পারবে না।
এর অর্থ ম্যানেজার ছাড়া একজনই টেকনিক্যাল এরিয়ায় দাঁড়াতে পারবে, বাকিদের সবাইকে সিটে বসে থাকতে হবে। এর অন্যথা হলেই হলুদ কার্ড।
এছাড়াও দলের তালিকায় নাম না থাকা স্টাফদের টেকনিক্যাল এরিয়ায় দাঁড়াতে দেওয়া হবে না।
আরও পড়ুন
গালফ বাংলা
