কাতার বিশ্বকাপের ফাইনালে জনবিস্ফোরণ

কাতার বিশ্বকাপ ফাইনালের ৩৩ দিন পর ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি দেখেছেন ১৫০ কোটি দর্শক।
সুতরাং বিশ্বের যে কোনো দেশের জনসংখ্যার থেকেও বেশি মানুষ ফাইনাল দেখেছেন। তাহলে বলাই যায়, ফাইনালে জনবিস্ফোরণ হয়েছে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিলো আর্জেন্টিনা এবং ফ্রান্সের।
টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া সেই মহাকাব্যিক ম্যাচকে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল বলে অভিহিত করা হচ্ছে। সারা বিশ্বে আর্জেন্টিনার ব্যপক সমর্থক। তাই ফাইনাল ম্যাচ দেখার উৎসাহও ছিল প্রচণ্ড।
অবশেষে মেসির দেশ বিশ্বকাপ জিতে ট্রফি ঘরে তুলেছে। দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচটি। ১২০ মিনিট পর্যন্ত ৩-৩ সমতা ছিল ম্যাচে।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছিলেন লিওনেল মেসি। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে।
টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। আগের রেকর্ডের থেকে একটি বেশি। কাতারের সব স্টেডিয়াম মিলিয়ে খেলা দেখেছেন ৩৪ লাখ মানুষ।
আরো পড়ুন
ShareNews24
