কাতার বিশ্বকাপে দর্শকদের জন্য ১ লাখ ৩০ হাজার কক্ষ বরাদ্দ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ দেখতে কাতারে আসা দর্শকদের থাকার জন্য ভালো আবাসনের সবরকম সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বকাপ আয়োজক কমিটি সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি।

দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ইতোমধ্যে কাতারে বিশেষ একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন কাতারে বিভিন্ন জায়গায় থাকার জন্য প্রায় ৮০ শতাংশ সুবিধা এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

কমিটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারে বিশ্বকাপ দেখতে আসার অতিথিদের জন্য বিভিন্ন হোটেলে তৈরি রুমের সংখ্যা ১ লাখ ৩০ হাজারে পৌঁছাবে।

এর মাধ্যমে বুঝা যায়, কাতারে বিশ্বকাপ দেখতে আসা দর্শকরা খুব সহজেই নিজেদের থাকার জায়গা বেছে নিতে পারবেন।

এছাড়াও হোটেল রুম থেকে শুরু করে ভাসমান হোটেল, ভিলা, অ্যাপার্টমেন্ট ও ফ্যান গ্রামসহ দর্শকদের জন্য অত্যাধুনিক সব আবাসনের ব্যবস্থা করা হয়েছে কাতারের বিভিন্ন জায়গায়।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালীন কাতারে আমরা দশ লাখের বেশি দর্শকের সমাগম হবে বলে আশা করছি।

যারা ইতোমধ্যে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছেন তারা অফিসিয়াল অনলাইনের মাধ্যমে হোটেল বা বাসস্থান বুক করতে পারবেন।

কিছু অ্যাপার্টমেন্টে প্রতি রাতের বাসস্থান খরচ মাত্র ৮০ ডলারের বেশি হবে না।

তবে বিলাসবহুল ভাসমান হোটেলে কিছু রুমের প্রতি রাতের ভাড়া হতে পারে ১৮০ ডলার। এই বিলাসবহুল হোটেলগুলোতে থাকবে রেস্তোরাঁ ও অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম।

কাতার থেকে এখন দেশে গেলে কি বিশ্বকাপের আগে আসা যাবে?

গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে

আজকের আরও খবর

গালফ বাংলা

Loading...
,