কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক এসেছেন যে দেশগুলো থেকে

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন দোহায়।

বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক দর্শক এসেছেন যেসব দেশ থেকে, সেগুলোর তালিকা প্রকাশ করেছে কাতার।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

প্রকাশিত তালিকায় দেখা গেছে, সবচেয় বেশি দর্শক এসেছেন সৌদি আরব থেকে। এরপরের অবস্থানে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, মিশর, ইরান, মরক্কো এবং সুদান।

দোহার মুশাইরিব ডাউনটাউনের হোস্ট কান্ট্রি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কাতার ট্যুরিজমের চিফ অপারেটিং অফিসার ‘বার্থহোল্ড ট্রেঙ্কেল’ এসব তথ্য জানান।

ট্রেঙ্কেল বলেছেন, শীর্ষ এই দশ দেশ থেকে কাতারে এসেছেন বিশ্বকাপের ৫৫ শতাংশ দর্শক।

এখানে ক্লিক করুন এবং পছন্দের চাকরি বেছে নিন

বিশ্বকাপের মোট দর্শকের শতকরা ১১ ভাগ এসেছে সৌদি আরব থেকে, ৯ ভাগ এসেছে ভারত থেকে, ৭ ভাগ এসেছে আমেরিকা থেকে, মেক্সিকো ও যুক্তরাজ্য দেশ থেকে এসেছে ৬ ভাগ করে।

এছাড়া ৪ ভাগ এসেছে আর্জেন্টিনা থেকে আর মিশর, ইরান, মরক্কো ও সুদান- দেশগুলোর প্রত্যেকটি থেকে এসেছে ৩ ভাগ করে।

বিশ্বকাপেরে ফলে কাতারের পর্যটন ও দর্শকদের আগমন বর্তমানে ঊর্ধ্বমুখী গতিতে রয়েছে। কোয়াড্রেনিয়াল ইভেন্টের সময় দশ লাখেরও বেশি লোক কাতারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এমনকি টুর্নামেন্ট শুরুর আগে থেকেও কাতারে সৌদি আরবের দর্শকরা তালিকার শীর্ষে ছিলো।

আরও খবর পড়ুন

গালফ বাংলা

Loading...
,