কাতার সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনীপ্রধান

বাংলাদেশ বিমান বাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি কাতার সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন।
এর আগে গত ২৬ আগস্ট (শনিবার) দুজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে কাতার যান তিনি।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীপ্রধান কাতারের সশস্ত্র বাহিনীপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
এছাড়াও বিমান বাহিনীপ্রধান দোহায় অবস্থিত আল যায়ীম মুহাম্মদ বিন আব্দুল্লাহ্ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করেন।
বিমান বাহিনীপ্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি এয়ারফোর্সের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
আরও পড়ুন:
গালফ বাংলা
