কাতার-সৌদি কুর*আন অ*বমাননার ঘটনায় সুইডেনের উপর ক্ষুদ্ধ

সুইডেনে আবার কুরআন অবমাননার ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি আরব ও কাতার।

শুক্রবার (২১ জুলাই) সৌদি ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক বিবৃতি জারি করা হয়।

বিবৃতির তথ্যমতে, দেশ দুটিতে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার ও সৌদি আরব। পুনরায় কুরআন অবমাননার ঘটনায় কড়া ভাষায় জবাবদিহিতা করা হয়েছে তাদের।

নিয়ম অনুযায়ী কাতার ও সৌদি সরকারের পক্ষ থেকে প্রতিবাদ লিপিও তুলে দেওয়া হয় তাদের হাতে।

এছাড়া নিন্দা জানিয়ে কাতারের পক্ষ থেকে বলা হয়, এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি বন্ধে আমরা সুইডিশ সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

আর সৌদির পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়, বার বার এমন ঘটনা সুইডিশ সরকারের দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।

তারা বার বার উগ্রপন্থীদের কুরআন পোড়ানো ও অবমাননার অনুমতি দিয়ে সহায়তা করে যাচ্ছে। এর যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে সৌদি সরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুলাই) সুইডেনের স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে আবার কুরআন অবমাননার ঘটনা ঘটে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

ইসলাম বিদ্বেষী ইরাকি বংশোদ্ভূত সেই সুইডিশ খ্রিস্টান সালওয়ান মোমিকা আবার কুরআনের অবমাননা করে।

এবার ইরাকি দূতাবাসের সামনে একটি কুরআন নিয়ে গিয়ে তাতে লাথি মারে। নীচে ফেলে পা দিয়ে যাচ্ছেতাই অবমাননা করে।

এর প্রেক্ষিতে ইরাকের বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে প্রচন্ড রকমের বিক্ষোভ প্রদর্শিত হয়। এমনকি ক্ষুব্ধ ইরাকিরা সুইডিশ দূতাবাসে আগুনও ধরিয়ে দেয়।

আরও পড়ুন

টিআরটি ওয়ার্ল্ড

Loading...
,